Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জাতীয় মহিলা সংস্থা, সুজানগর উপজেলা কার্যালয়ের সিটিজেন চার্টারঃ

 

ক্রমিক

নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদাবী,রুম নাম্বার, জেলা ও উপজেলা কোড, অফিসিয়াল  টেলিফোন নম্বর ও ই-মেইল

 উর্দ্ধতন কর্মকর্তার পদাবী,রুম নাম্বার, জেলা ও উপজেলা কোড, অফিসিয়াল  টেলিফোন নম্বর ও ই-মেইল

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)


(০১)

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানঃ দর্জি বিজ্ঞান (সেলাই ও এমব্রয়ডারী) প্রশিক্ষণ।

(০১) ০৪ মাস মেয়াদি কোর্স। প্রতি ব্যাচে ২ শিফটে ৩০জন।


১। ভর্তি ফরম/ আবেদন ফরম

২। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র।

৩। NID কার্ড ফটোকপি।

৪। পৌরসভা/ইউপি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।

৫। pp সাইজ   ২ কপি ছবি।

ভর্তি ফরম/ আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, সুজানগর উপজেলা কার্যালয় পাবনায় অথবা উপজেলা তথ্য আপা অফিসে, অফিস চলাকালিন সময়ে পাওয়া যাবে।

অথবা

তথ্য বাতায়ন

jms.sujanagar.pabna.gov.bd

অফিসিয়াল ফেসবুক

facebook.com/jatiomohila.sangstha.9 তে পাওয়া যাবে।


বিনামূল্যে

উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা,সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা।  কোর্ট বিল্ডিং দক্ষিণ পাশের দুই রুম মোবাইলঃ ০১৭৬৫৬৪৫৭৪২

jahurulpathic@gmail.com


চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা  সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা।  কোর্ট বিল্ডিং দক্ষিণ পাশের দুই রুম মোবাইলঃ ০১৭১৮৬০৭৬৫৫ jms.sujanagar@gmail.com


(২)


আর্থ- সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদানঃ


 ১। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রঋন কার্যক্রমঃ


২। স্বকর্ম সহায়ক ঋন কার্যক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত)।






১। ঋণ গ্রহনের ২ মাস পর থেকে কিস্তি শুরু হবে। ১০ কিস্তিতে পরিশোধ যোগ্য,   সর্বচ্চো (২+১০) ১২ মাস পর্যন্ত ।


২। ঋণ গ্রহনের ২ মাস পর থেকে কিস্তি শুরু হবে। ২২ কিস্তিতে পরিশোধ যোগ্য,  সর্বচ্চো (২+২২) ২৪ মাস পর্যন্ত।

অথবা উপজেলা ঋণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিধারিত সময়সেমা।

 


১। আবেদন ফরম ।

২। NID কার্ড ফটোকপি।

৩। পৌরসভা/ইউপি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।

৪। pp সাইজ  ছবি ২ কপি ছবি।


আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, সুজানগর উপজেলা কার্যালয় পাবনায় অফিস চলাকালিন সময়ে পাওয়া যাবে।

অথবা

তথ্য বাতায়ন

jms.sujanagar.pabna.gov.bd

অফিসিয়াল ফেসবুক

facebook.com/jatiomohila.sangstha.9 তে পাওয়া যাবে।





১। ঋণ পাশ হলে ৩০০/- টাকার ননসুডিসিয়াল ট্যাম্পে চুক্তি পত্র স্বাক্ষর করতে হবে এবং ট্যাম্পের মুল্য আবেদনকারী কর্তৃক পরিশোধ করতে হবে। লোন ৫% সার্ভিস চার্জ সহ  ২ মাস গ্রেসপ্রিয়োড পর ১০ কিস্তিতে পরিশোধ করতে হবে।

২। ঋণ পাশ হলে ৩০০/- টাকার ননসুডিসিয়াল ট্যাম্পে চুক্তি পত্র স্বাক্ষর করতে হবে এবং ট্যাম্পের মুল্য আবেদনকারী কর্তৃক পরিশোধ করতে হবে। লোন ১০% সার্ভিস চার্জ সহ ২২ কিস্তিতে পরিশোধ করতে হবে।


উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা,সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা।  কোর্ট বিল্ডিং দক্ষিণ পাশের দুই রুম মোবাইলঃ ০১৭৬৫৬৪৫৭৪২

jahurulpathic@gmail.com



চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা  সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা।  কোর্ট বিল্ডিং দক্ষিণ পাশের দুই রুম মোবাইলঃ ০১৭১৮৬০৭৬৫৫ jms.sujanagar@gmail.com



(৩)


সচেতনতা মূলক কর্মসূচীঃ উঠান বৈঠকঃ

নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি


প্রতি ৩মাসে একটি। সুজানগর উপজেলার সকল ইউপি/পৌরসভার সাধারণ ও দুস্থ মহিলা।


১। NID কার্ড ফটোকপি।

২। পৌরসভা/ইউপি কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।





বিনামূল্যে


উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা,সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা। মোবাইলঃ ০১৭৬৫৬৪৫৭৪২


চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা  সুজানগর উপজেলা কার্যলয়, পাবনা।  মোবাইলঃ ০১৭১৮৬০৭৬৫৫